fbpx
কলকাতাহেডলাইন

‘আশা’তেই ভরসা রাখছে বিজেপি, বঙ্গ সফরে এসে রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষ আশা লাকড়ার

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বঙ্গ সফরে এসেই রাজ্যের শাসকদলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের মুখ তথা বঙ্গ বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক আশা লাকড়া। আশা বলেন, দেশের অন্যান্য রাজ্যের আদিবাসী সমাজ সরকারি সুযোগ সুবিধা পেলেও বাংলায় সেই সম্প্রদায় আজও বঞ্চিত। বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী সমাজ কেন্দ্রীয় প্রকল্পের নানা সুফলও পান। কিন্তু এখানকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার  আদিবাসীদের নিয়ে শুধু ভোটের রাজনীতি করে চলেছেন’।

দায়িত্ব পাওয়ার পর বঙ্গ বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে প্রথমবার বঙ্গ সফরে এসে রাজ্য সরকারকে ঠিক এই ভাবে নিশানা করলেন আশা লাকড়া।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে কেন্দ্রীয় নেতৃত্ব আশা লাকড়াকে বাংলার সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সহ পর্যবেক্ষক নিযুক্ত করেছে। রাঁচি পুরসভার মেয়র তথা দলের জাতীয় সম্পাদককে এ রাজ্যের দায়িত্ব দেওয়ার নেপথ্যে যে আদিবাসীদের ভোট ব্যাঙ্ক কৌশল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আদিবাসীদের মন পেতে ‘আশা’-তেই আশা রাখছে বঙ্গ বিজেপি।

দায়িত্বপ্রাপ্ত আশা লাকড়া, রাজ্য বিজেপিতে এই প্রথম কোনও মহিলা সহ- পর্যবেক্ষকের দায়িত্বে।

 

Related Articles

Back to top button
Close