fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

২০২১-এর নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে উদ্যোগ বিজেপির  

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: দলের নীতি আদর্শ সঠিক ভাবে জনমানসে তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক স্তরে নেতা কর্মীদের আচরণ কী ধরনের হওয়া উচিৎ সেই নিয়ে বিজেপির কর্ম শিবির অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে জনসংযোগ বাড়াতে হবে সে বিষয়ে আজ নদিয়া জেলার বগুলায়, বিজেপির কর্ম শিবির অনুষ্ঠিত হচ্ছে।

 

নদিয়া জেলা দক্ষিণ ৩৮ নং জেড,পি-র উদ্যোগে আয়োজিত দলীয় কর্মী প্রশিক্ষণ শিবিরে আজ ১০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানান ভারতীয় জনতা কৃষান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি তথা দলের আঞ্চলিক নেতা সুনীল কুমার বিশ্বাস। তিনি আরো বলেন, সকাল ১১টা থেকে বগুলা মৈত্র লজে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ শিবির। চারটি গ্ৰুপে ভাগ করে এক ঘন্টা করে সারাদিনব্যাপী চলতে থাকবে এই প্রশিক্ষণ শিবির।প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকছেন বিজেপি নদীয়া জেলা দক্ষিণের সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী, জেলার মহিলা মোর্চার নেত্রী তথা ট্রেনিং কো- অর্ডিনেটর তাপসী প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণ শিবিরে আগত প্রতিনিধিদের জন্য বিজেপি বগুলা আঞ্চলিক নেতৃত্বের পক্ষ থেকে দুপুরে আহারের ব্যবস্থা করা হয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close