
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে বিজেপি। তোপ দাগলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ডেকে আনুষ্ঠানিক যোগদান পর্বের পর এ কথা বলেন। অমিত শাহকে নিশানা করে পার্থ বলেন, ‘বাংলার বিরুদ্ধে অপপ্রচার চলছে। ইতিহাস বিকৃত করে কথা বলার চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রের লাঞ্ছনা ও উপেক্ষার পরও বাংলাকে এক রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
গতকাল আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুশো আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন বিজেপিকে। এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘দুশোর গল্প করে বাংলার মাটি পাওয়া যাবে না। এখানে মাটি পেতে হলে বাংলার সাধারন মানুষের সঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে সেভাবে লড়াই করতে হবে।’ পাশাপাশি তৃণমূল মহাসচিব এর আরও অভিযোগ, ‘আমফান, কোরোনা, ও জিএসটি থেকে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে। প্রতিক্ষেত্রে আমাদের পাওনা টাকা আটকে দিচ্ছে বিজেপি। বাংলার মানুষ তার বিরুদ্ধে গর্জে উঠেছে। যারা এতদিন বিরোধী ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবার লড়াই করতে চাইছেন।’
একুশের নির্বাচনের আগে দলবদলের পালা অব্যাহত। এবার ভাঙ্গন কংগ্রেসের অন্দরে। শনিবার বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম গাজী তৃণমূল ভবনে এসে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফের একবার নিশানা পড়লেন অমিত শাহ কে। এদিন কংগ্রেস বিধায়ক এর পাশাপাশি বিজেপি মহিলা মোর্চা সহ সভাপতি মৌমিতা বসু চক্রবর্তী সহ আরও কয়েকজন যোগদান করেন তৃণমূলে।
অন্যদিকে এদিন দলে যোগদান করে কংগ্রেস বিধায়ক বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন ভারত বর্ষ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। অথচ আজ দেশের অর্থনৈতিক বিপদের মুখে। দেশের সম্প্রীতি ভালোবাসা বিশ্বাস সবটাই তো নিতে এসে পৌঁছেছে বিজেপি বাংলার উন্নয়ন বন্ধ করার চেষ্টা করছে।’