পশ্চিমবঙ্গহেডলাইন
২০০ জন তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান
শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: বসিরহাট মহকুমার সন্দেশখালি ব্লকের শেয়ার অঞ্চলে ২০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ও বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ।
[আরও পড়ুন- বীজপুর থানার আইসি বদল, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উত্তরবঙ্গে বদলি]
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, উত্তরপ্রদেশে বহু হাসপাতাল তৈরি হয়েছে সেখানে করোনা হলে হাসপাতালে কথা বলাই হয় না। পাশাপাশি বহু মন্দিরও তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা মত রাজ্যে বিনামূল্যে করোনার চিকিৎসা হচ্ছেনা। একজন করোনা রোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা বিল করা হচ্ছে। এদিন তিনি বলেন যে, করোনার সঙ্গে সঙ্গে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব শেষ হয়ে যাবে।