ভাতারে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে বিডিওকে স্মারকলিপি বিজেপি কৃষাণ মোর্চার

দিব্যেন্দু রায়, ভাতারঃ জমিতে পাকা ধান গাছ কেটে রেখে দিয়েছিল চাষিরা । ইতিমধ্যে ক্যানেল থেকে জল চলে আসে । সেই জল ঢুকে প্লাবিত হয় ধান ভাতার ব্লকের একাধিক অঞ্চলের ধানজমি । ফলে ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের । ওই সমস্ত ক্ষতিগ্রস্থ চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হল বিজেপি কিষাণ মোর্চার ভাতার শাখা। শুক্রবার বিকেলে এনিয়ে ভাতার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসুচী পালন করা করল বিজেপির এই কৃষক সংগঠন । পরে সংগঠনের তরফ থেকে ভাতারের বিডিওকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় ।
বেশ কিছুদিন ধরে ভাতার ব্লকে আমন ধান কাটার কাজ চলছে । কিছু চাষি হারভেস্টর মেশিনে ধান কাটলেও অনেকে এখনও সাবেকি প্রথায় কাস্তে দিয়ে ধান গাছ কেটে জমিতে রেখে দিচ্ছেন । পরে ধান গাছ শুকানোর পর আঁটি বেঁধে খামারে এনে ঝাড়ার কাজ করা হচ্ছে । জানা গেছে, ভাতার ব্লকের মাহাচান্দা, ভাতার, আমারুন-১ , আমারুন-২ , বড়বেলুন-১, বড়বেলুন-২ প্রভৃতি অঞ্চলের বহু চাষি ধান গাছ কেটে জমিতে রেখে দিয়েছিলেন । সপ্তাহ খানেক আগে ক্যানেল থেকে হঠাৎ জল চলে আসে । ফলে প্লাবিত হয় কয়েক’শ বিঘা ধানজমি । এতে ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের ।
ওই সমস্ত চাষিদের ক্ষতিপুরনের দাবিতে এদিন আন্দোলনে নামে বিজেপির কৃষাণ মোর্চা ৷ কৃষাণ মোর্চার তরফ থেকে এদিন ভাতারের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসুচী পালন করা হয় । এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার কিষান মোর্চার সভাপতি সভাপতি দেবাশীষ সরকার, ভাতারের ৩৪ নম্বর মন্ডলের সভাপতি সুচিস্মিতা হাটি , ৩৩ নম্বর মন্ডল সভাপতি রাজ কুমার হাজরা প্রমুখ । কৃষকদের অবিলম্বে ক্ষতিপুরনের ব্যাবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির কৃষক সংগঠন ।।