
মোকতার হোসেন মন্ডল: দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন বিজেপির মাইনোরিটি মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন। তবে সুস্থ হয়ে ফের লড়াই করার বার্তা দিয়েছেন তিনি। বর্তমানে ওই বিজেপি নেতা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আগেও করোনা হয়েছিল প্রবীণ ওই বিজেপি নেতার। ৫ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন।
আরও পড়ুন: সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শক বিহীন দুর্গাপুজোয় বিন্দুমাত্র দুঃখিত নন প্রতিমা শিল্পী মিন্টু পাল
দুই মাসের মাথায় ফের ১৪ অক্টোবর দ্বিতীয়বার তাঁর করোনা ধরা পড়েছে। বিজেপির মাইনোরিটি মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন জানান,” আবার করোনা ধরা পড়েছে। রাজ্য ও কেন্দ্রীয় নেতারা জানেন। তারা খবর নিচ্ছেন। আগে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এবার জবর, পেটে খিঁচুনি দিয়ে ব্যথা, বমি।” তিনি আরও জানান,”আমি বাড়ির কাজ করিনা,কেউ নেই। দলের কাজ করি । দলের কাজ করতে করতেই হয়েছে। ভবিষ্যতে সুস্থ্য হলেই ফের দিনরাত পার্টির কাজ করবো।”