বিজেপি নেতা অমর নাথ শাখার নেতৃত্বে বাইক র্যালিতে প্রচার সারলেন ওন্দা বিধানসভার কর্মী-সমর্থকেরা

অতনু রায়, বাঁকুড়া: রাজ্য ও জেলা বিজেপির নির্দেশে বাঁকুড়ার বিভিন্ন ব্লকে বিজেপির বাইক র্যালি শুরু করেছে বিজেপির কর্মী-সমর্থকেরা। শনিবার ওন্দা ব্লকের দাপুটে নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমর নাথ শাখার নেতৃত্বে প্রায় কয়েকশো কর্মী-সমর্থক বাইক র্যালি করেন। প্রতিটি কর্মীর বুকে “আর নয় অন্যায়” একটি ব্যানার থাকতে দেখা যায়। রামসাগর অঞ্চল, শান্তর অঞ্চল, মেদিনীপুর অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে এই বাইক র্যালি প্রায় ৫ ঘন্টা ধরে চলে।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমর নাথ শাখা বলেন, এতদিনে মমতা সরকার বুঝতে পেরেছে তাদের দিন শেষ হয়ে এসেছে। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের ফল তারা এখন হাতেনাতে পাচ্ছে। মানুষের তৃণমূলের উপর থেকে ভরসা উঠে গেছে। পঞ্চায়েত ভোটে ভোট পর্যন্ত দিতে পারেনি মানুষ শুধু অপেক্ষায় আছে ২০২১-এর ভোট। ভোটের সময় বিভিন্ন রকম টোপ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল সরকার। এসব করে আর কোনো লাভ হবে না তাই মানুষ বুজে গেছে এই কাটমানিখোর সরকারকে।