
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার থাবা এবার রাজ্য বিজেপির আর এক নেতাকে আঘাত হানলো। সদ্য বিজেপির কেন্দ্রীয় সম্পাদক হওয়া অনুপম হাজরা কোভিড আক্রান্ত। প্রথমে হোম আইসোলেশনে ছিলেন। বিকেলের দিকে ঝুঁকি না নিয়ে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন অনুপম।পরে তাঁর সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার পরীক্ষা করান। শুক্রবার তাঁর পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। অতি সম্প্রতি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল করোনায় আক্রান্ত হয়েছেন। মাস কয়েক আগে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হন।