কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
করোনায় আক্রান্ত হলেন দিলীপ ঘোষ, ভর্তি হাসপাতালে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সূত্রের খবর, শুক্রবার তাকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উল্লেখ্য, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোমবার। দিনের সমস্ত কাজ বাতিল করে সেদিন ঘরেই ছিলেন তিনি। ৩ দিন কেটে যাওয়ার পর শুক্রবার প্রবল জ্বরে কাহিল হয়ে পড়েন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
করোনা পরীক্ষা আগেই করানো হয়েছিল দিলীপবাবুর। এদিন সেই রিপোর্ট পজিটিভ এলে তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় সল্টলেক আমরি হাসপাতালে।
জানা গিয়েছে, রাজ্য বিজেপি–র শীর্ষ নেতা দিলীপ ঘোষকে রাখা হয়েছে এইচডিএই–তে। ১০২ ডিগ্রি জ্বর রয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। প্রয়োজনীয় ওষুধপথ্য চলছে।