পশ্চিমবঙ্গহেডলাইন
অসহায় বিধবা মহিলাদের পাশে বিজেপি নেতা ক্ষুদিরাম টুডু

অতনু রায়, (বাঁকুড়া): হাতে মাত্র আর কটা দিন সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা , কিন্তু এখনো এমন মানুষ আছেন যারা পুজোয় জামা কাপড় কিনতে পারেন না, আর সেই সব মানুষের কথা মাথায় রেখে এগিয়ে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য এসটি মোর্চার সভাপতি তথা বর্তমান রাজ্য কমিটির সদস্য ক্ষুদিরাম টুটু।
আরও পড়ুন: চালের দানার ওপর ভগবৎগীতা লিখে ইতিহাস সৃষ্টি করলেন এক আইনের ছাত্রী
শুধু শাড়ি নয় দুর্গাপুজোয় বৃষ্টি হবার সম্ভাবনা থাকায় যেসব মাটির বাড়ির চালের অবস্থা খুবই খারাপ তাদের ত্রিপলের সঙ্গে মশারি দেওয়া হয়। ক্ষুদিরাম টুডু বলেন সামনে দুর্গা পুজো অনেক মহিলা আছেন যারা কম বয়সে স্বামী হারিয়েছেন তাই এলাকার সেইসব কিছু গরিব মহিলার মুখে একটু হাসি ফোটানোর জন্য তার এই উদ্যোগ। আগামী দিনেও তিনি সাধারণ মানুষের সঙ্গে এরকম ভাবে কাজ করে যেতে চান।