fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাংলার প্রতিটি দেওয়ালে লেখা হয়ে গেছে ২১ এর ভবিষ্যৎ : মুকুল রায়

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট : শুধু সময়ের অপেক্ষা! বাংলার প্রতিটি দেওয়ালেই লেখা হয়ে গেছে ২০২১ এর নির্বাচনী ভবিষ্যৎ।আজ ২৫ শে সেপ্টেম্বর চাকদহ চৌরাস্তা মোড়ে ভারতীয় যুব মোর্চা, নদীয়া জেলা দক্ষিণের ডাকে “নবান্ন চলো” অভিযানের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন বিজেপির নেন্দ্রীয় নেতা মুকুল রায়।

আগামী ৮ ই অক্টোবর রাজ্য যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান উপলক্ষে আজকের প্রস্তুতি সভামঞ্চে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গীয়,যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক শুভ্রাংশু রায়,এস,সি,এস,টি,ওবিসি সেলের রাজ্য সভাপতি বিধায়ক দুলাল বর, বিজেপি নদীয়া জেলা দক্ষিণের অবজারভার অনুপম দত্ত, বিজেপি, নদীয়া জেলা দক্ষিণের সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী,যুব সাংগঠনিক সভাপতি ভাস্কর ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।

বাংলায় গণতন্ত্র বাঁচাও কর্মসূচি উপলক্ষে আগামী ৮ই অক্টোবর বিজেপি রাজ্য যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান। ঐ দিন দুপুর ১২ টায় বিজেপির রাজ্য অফিস থেকে সংগঠনের রাজ্য সভাপতি, সাংসদ সৌমিত্র খাঁ এর নেতৃত্বে ঐতিহাসিক মহামিছিল নবান্ন অভিমুখে যাত্রা শুরু করবে।

নবান্ন অভিযানের প্রস্তুতি স্বরূপ আজকের সভা শেষ পর্যন্ত জনপ্লাবনে মাতোয়ারা। কর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে আপ্লুত নদীয়া জেলা দক্ষিণের যুব নেতৃত্ব।

Related Articles

Back to top button
Close