নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নিরুদ্দেশ হলেন প্রশ্ন তুললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
রবিবার তিনি বলেন, ‘ করোনার সঙ্কটজনক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নিভৃতে থাকা প্রশ্ন তুলে দিচ্ছে। কোথায় গায়েব হয়ে গেলেন দুজনে। প্রশাসনের দুই শীর্ষ ব্যক্তির পর্দার পিছনে চলে যাওয়ার কারণ কি? এই সঙ্কটের মুহূর্তে মুখ্যমন্ত্রীর উঢিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া। নবান্ন থেকে বিঞ্জপ্তি জারি করে জানানো হোক অঞ্জাতবাসের কারণ কি?’
একইসঙ্গে তিনি আবেদন জানিয়েছেন যেসব পরিযায়ী শ্রমিক নিজেদের দায়িত্বে রাজ্যে ফিরতে চাইছেন তাদের ফিরতে দিন। যাঁরা বাসভাড়া করে আস্তে চাইছেন তাদের অনুমতি দিন। রাজ্যে পৌঁছলে তাদের ভাড়া মিটিয়ে দিক রাজ্য।