আমফানে পানের বরোজে ক্ষতিপূরণের দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি রাহুল সিনহার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমফান নিয়ে বারংবার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফের একবার আমফান ঝড়ে শাসকদলের বিরুদ্ধে নতুন করে আরও একগুচ্ছ দুর্নীতির অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
শুক্রবার বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ‘ আমফান ঝড়ে প্রচুর পানের বরোজ নষ্ট হয়েছে। কিন্তু আমাদের কাছে খবর আছে, পানের বরোজের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তৃণমূলের নেতা কর্মীরাই। অথচ তাঁদের পানের বরোজই নেই। আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, পানের বরোজের ক্ষতিপূরণের দুর্নীতির তদন্ত কোন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে করানো হোক। একইসঙ্গে সরকারি ওয়েবসাইটে কারা পানের বরোজের ক্ষতিপূরণ পেয়েছেন তাঁদের তালিকাও প্রকাশ করুন।’ এদিন তিনি আরও অভিযোগ করেন, ‘আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়নি এমন বহু গাছ কেটে সেই কাঠ বিক্রি করে দেওয়া হয়েছে। হাওড়ার জগৎবল্লভপুরসহ বিভিন্ন এলাকায় ভালো গাছ কেটে ৬০০ কোটি টাকা রোজগার করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। ওই টাকা কোথায় জমা পড়লো তৃণমূলের ফাণ্ডে নাকি সরকারের কোষাগারে মুখ্যমন্ত্রী জানান।’
এদিন তিনি অভিযোগ করেন, ‘ মুখ্যমন্ত্রী ২০ দিন আগে ঘোষণা করেছিলেন, আম্ফান ঝড়ে যাঁরা ক্ষতিপূরণ পেয়েছেন তাঁদের তালিকা বিডিও অফিসে টাঙানো হবে। আজ পর্যন্ত টাঙানো হয়নি। আমি জানতে চাই কবে টাঙানো হবে? তাহলে কি মুখ্যমন্ত্রী লোকদেখানো ঘোষণা করেছিলেন।’