‘পিসি-ভাইপোর যুগের অবসান হয়ে গেছে’…মমতা ও অভিষেককে কটাক্ষ বিজেপি নেতা রাজু ব্যানার্জির

জয়দেব লাহা, দুর্গাপুর: ‘মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে, পায়ের তলায় মাটি নেই। তাই জেলা সফরে যাচ্ছেন। পিসি-ভাইপোর যুগের অবসান হয়ে গেছে। ভেটিং হয়ে গেছে। ভেটিং রেট দেখলেই বোঝা যাবে। করোনার আগেই আরও ভয়ঙ্কর করোনা যাবে।” সোমবার দুর্গাপুরের রাতুড়িয়ায় চা-পে চর্চা কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি এভাবে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি।
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে কোমর বেঁধে নেমেছে বিজেপি। ভোট প্রচারও শুরু করেছে। জনসম্পর্ক বাড়াতে বিভিন্ন এলাকায় রাজ্য নেতৃত্ব চা-পে চর্চা কর্মসূচি নিয়েছে। সোমবার দুর্গাপুর রাতুড়িয়ায় বিজেপির স্থানীয় নেতৃত্ব চা-পে চর্চার আয়োজন করে। ওই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি।
রবিবার ডায়মন্ডহারবারে তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জির সভাকে কড়া ভাষায় কটাক্ষ করে রাজু ব্যানার্জি বলেন,” বিড়াল তো গর্তেই ছিল। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যেভাবে ঘুরছে। তাতে আবার অন্য গর্তে ঢুকে না যায়।” তিনি আরও প্রশ্ন তুলে বলেন,” জিরো ব্যালেন্সের নেতাকে মুখ্যমন্ত্রী হিরো বানিয়েছে। প্যারাসুট দিয়ে নামেনি। লিফট দিয়ে ওঠেনি। এক্সেলটার দিয়ে উঠেছে। তৃণমূলের নেতা কর্মীদের জিজ্ঞাসা করুন। ক’টা গণ আন্দোলনে যুক্ত ছিল। ক’টা সিপিএমের হাতে মার খেয়েছে। তৃণমূলের পুরনো নেতাকর্মীরাও অখুশি। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসল। হঠাৎ করে এত বড়লোক হল কি করে?”
মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কটাক্ষ করে তিনি বলেন,” মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে, পায়ের তলায় মাটি নেই। তাই জেলা সফরে যাচ্ছেন। যতই জেলা সফর করুক। তাতে আসবে কিছু আশাকর্মী, ১০০ দিনের শ্রমিকদের জোর করে ধরে নিয়ে আসবে। তবে যাদেরকেই নিয়ে আসবে ভোটটা দেবে বিজেপিতেই।”
আরও পড়ুন: দেব দীপাবলিতে অংশ নিতে বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি
তিনি আরও কটাক্ষ করে বলেন,” পিসি-ভাইপোর যুগের অবসান হয়ে গেছে। ভেটিং হয়ে গেছে। ভেটিং রেট দেখলেই বোঝা যাবে। করোনার আগেই আরও ভয়ঙ্কর করোনা যাবে। তাই ওনাকে পরামর্শ দিচ্ছি, বয়স হয়েছে। করোনা আবহে দয়া করে বেরোবেন না। অবসর জীবন নিন। যা প্রয়োজন আমরা ব্যবস্থা করে দেব। সেটা কাশীও হতে পারে।”