কালনায় বিজেপি নেতাকে ফোনে হুমকি ও শাসানি

নিজস্ব সংবাদদাতা, কালনা: জেলা বিজেপি সহ-সভাপতির বাড়িতে চড়াও হওয়ার শাসানি সহ ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। পেশায় চিকিৎসক পূর্ব বর্ধমানের কালনা শহরের লালবাগান পাড়ার বাসিন্দা বিজেপি নেতা সুশান্ত পান্ডে এই বিষয়ে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন।
বেশ কয়েকদিন ধরেই কালনার ওই বিজেপি নেতার ফোনে একটি নির্দিষ্ট নম্বর থেকে ফোন আসছিল বলে অভিযোগ।সেই ব্যক্তির গলার স্বর শুনে সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি এর আগে কালনা থানার পুলিশকে জানান বলে তিনি জানান। এরপরেই আবারো সেই ফোন আসে ও তাকে হুমকি ও শাসানি দেওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন।
এই বিষয়ে জেলা বিজেপির সহ সভাপতি সুশান্ত পান্ডে বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই একটি ফোন আসতে থাকে। গলার স্বর শুনে তা সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানাই। এরপর ওই নম্বর থেকে আবারো ফোন আসে। হুমকির পাশাপাশি বাড়িতে চড়াও হওয়ার শাসানি দিলে কালনা থানায় অভিযোগ দায়ের করেছি।রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এটা তারই একটি নমুনা বলেই মনে হচ্ছে। যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন।’