পশ্চিমবঙ্গহেডলাইন
রামনগরের গৃহ সম্পর্ক অভিযানে বিজেপি নেতৃত্বরা

মিলন পণ্ডা, (পূর্ব মেদিনীপুর): বিধানসভা নির্বাচনের আগে কার্যত মাঠে নেমে পড়লো বিজেপি। নিজেদের শক্তি বৃদ্ধি করতে মানুষের বাড়িতে বাড়িতে হাজির হচ্ছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি নেতৃত্বরা গৃহ সম্পর্ক অভিযানের মধ্য দিয়েই আলাপ আলোচনা করছেন। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলের দূনীতি ও নারী সুরক্ষা নিয়ে মানুষকে বোঝান।
উপস্থিত ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক জেলার চন্দন দাস, জেলা কমিটির সদস্য অপূর্ব জানা, কিষাণ মোর্চার সভাপতি বিশ্বজিৎ পণ্ডা প্রমুখ। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় ও মোদি সরকারের নানা প্রকল্পের পএ মানুষের কাছে পৌঁছে দেন। প্রাক্তন সাধারণ সম্পাদক জেলার চন্দন দাস বলেন এলাকায় সাধারণ মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো। মানুষের কাছ থেকে আশ্বাস পাচ্ছেন।