সাংসদের নেতৃত্বে বিজেপির বিধানসভা ভিত্তিক প্রস্তুতি বৈঠক চাকদহে

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট : ২১-এর বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের সব রাজনৈতিক দল ই মাঠে নেমে পড়েছে। কার কত সাংগঠনিক শক্তি পরীক্ষা করে নেওয়ার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে থাকার বিভিন্ন রনকৌশল রপ্ত করার প্রশিক্ষণ সহ জনসংযোগ বৃদ্ধি বিষয়ক নানা বিষয়ের উপর আলোচনা সেরে নিচ্ছি প্রত্যেকেটি দল।এই ক্ষেত্রে এগিয়ে রাজ্যের শাসক তৃণমূল সহ প্রধান প্রতিপক্ষ বিজেপি। জনসংযোগ রক্ষায় নানা কর্মসূচি হাতে নিয়ে রীতিমতো মাঠে নেমে পড়েছে রাজ্যে এগিয়ে থাকা তৃণমূল এবং বিজেপি রাজনৈতিক দল দুটি।
প্রতিদিনই সাংসদ, বিধায়কের একাধিক কর্মসূচিই প্রমাণ করে দিচ্ছে এরা ২০২১ এ ক্ষমতা ধরে রাখা কিংবা ক্ষমতা দখলের জন্য কতটা আগ্ৰাসী। বিজেপি সর্ব ভারতীয় রেজিমেন্ট পার্টি, ফলে এদের নিয়মকানুন, আচার আচরণে যথেষ্টই বৈচিত্র্য ফুটে উঠেছে। ইতিমধ্যেই প্রচারের জন্য দেওয়ার দখল সহ দেওয়ার লেখার কাজ ও শুরু করে দিয়েছে দল।
রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ জগন্নাথ সরকার, বিরামহীন কর্মসূচি রূপায়নে অভিযানে নেমে পড়েছে। প্রতিদিনই চা-পে চর্চা, বিধানসভা ধরে ধরে মন্ডল ভিত্তিক সাংগঠনিক বৈঠক অন্যদল থেকে যোগদান কর্মসূচি অর্থাৎ সাংসদের দৈনিক কর্মসূচির ডাইরি পূর্ণ।আজ চাকদহ বিধানসভা ভিত্তিক একাধিক মন্ডলের বৈঠক সারবেন সাংসদ জগন্নাথ সরকার। চাকদহ রায় ভবনে আয়োজিত চাকদহ টাউন মন্ডল এবং শক্তিকেন্দ্র প্রমুখ দুটি বৈঠকের মুখ্য আলোচক সাংসদ জগন্নাথ সরকার। চাকদহ টাউন মন্ডলের সভায় বক্তব্য রাখছেন সাংসদ জগন্নাথ সরকার।