রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে নজিরবিহীন মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার রাজ্য বিজেপির তরফে এদিন জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এদিন বিজেপির তরফে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীর অভিযোগ, গত দু’বছর ধরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক মামলা করেছে রাজ্য প্রশাসন। এখনও পর্যন্ত এরাজ্যে বিজেপির ৭ জন শীর্ষ নেতার বিরুদ্ধে ১৩৮ টি ভুয়ো মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। এছাড়াও রাজ্যের বিভিন্ন থানায় ওই সাত নেতার বিরুদ্ধে মামলার পাহাড় জমেছে বলেও অভিযোগ মামলাকারীর।
মামলায় মামলাকারী মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এই সমস্ত মামলাগুলো রাজ্যের তদন্তকারী সংস্থা ছাড়া দেশের অন্য যেকোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন। পাশাপাশি, এই সমস্ত মামলা অন্য রাজ্যেও স্থানান্তরের আবেদন জানিয়েছেন মামলাকারী।