fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

কৃষ্ণনগরে বিজেপির যুব মোর্চার সভায় জনজোয়ার

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে বিজেপির যুব মোর্চার সভাকে কেন্দ্র করে  জন জোয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগর শহর সহ আশেপাশের এলাকা সমূহের বিজেপি কর্মী সহ যুব-যুবাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আগামী ৮ অক্টোবর ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে নবান্ন অভিযানের সমর্থনে প্রস্তুতি সভা হলেও কৃষি বিলের সমর্থনে কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকার প্রসঙ্গ উঠে আসে বারবার বক্তাদের আলোচনায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপি রাজ্য কমিটির সহ-সভাপতি তথা নদীয়া উত্তরের সাংগঠনিক  অবজারভার মাফুজা খাতুন।

কৃষিবিলের সমর্থন সহ ৮ অক্টোবর নবান্ন অভিযানের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি রাজ্য কমিটির সহ-সভাপতি তথা জেলা উত্তরের অবজারভার মাফুজা খাতুন তাঁর সংক্ষিপ্ত ভাষণে কৃষকদের সঙ্গে রাজ্যের শাসক তৃণমূল সরকারের দীর্ঘ বঞ্চনার ইতিহাস তুলে ধরেন।

Related Articles

Back to top button
Close