fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপি সংখ্যালঘু সেলের মৌলবী আক্রান্ত, দোষীদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : থানায় অভিযোগ দায়েরের ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়া সত্বেও দোষীরা গ্রেফতার না হওয়ায় ক্ষিপ্ত বিজেপি কর্মী সমর্থক সহ এলাকার জনগণ। ঘটনায় রবিবার শান্তিপুর শহর মন্ডল বিজেপির উদ্যোগে পথ অবরোধ কর্মসূচিতে উত্তাল শান্তিপুর শহর। এদিন সকাল ১১টা থেকে বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি বিপ্লব করের নেতৃত্বে শান্তিপুর শহরের ডাকঘর সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির সংখ্যালঘু সেল সহ স্থানীয় নেতৃত্বের উদ্যোগে পথ অবরোধে স্তব্ধ করে দেওয়া হয় শান্তিপুরের জনজীবন।

ঘটনায় এলাকায় ব্যাপক জানযট সহ পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম, তখনই শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং কর্তব্যরত পুলিশ আধিকারিক বিক্ষোভরত বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন এবং আগামী তিন দিনের মধ্যে দোষীদের গ্ৰেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ার পর বিজেপির পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এক সাক্ষাৎকারে বিজেপির শান্তিপুর শহর মন্ডল কমিটির সভাপতি বিপ্লব কর জানালেন, পুলিশের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ভদ্রতার খাতিরে রবিবার আমরা বিক্ষোভ অবস্থান সহ অবরোধ কর্মসূচি তুলে নিলাম,আশা রাখবো পুলিশ- প্রশাসন তাদের কথা রাখবেন, অন্যথায় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পূনরায় পথে নামতে বাধ্য হবো।

Related Articles

Back to top button
Close