তৃণমূল, পুলিশ যোগসাজশে মণীশকে খুন করা হয়েছে: অর্জুন সিং

শরণানন্দ দাস, কলকাতা: মণীশ শুক্লাকে তৃণমূল, পুলিশ যোগসাজশে খুন করা হয়েছে। মঙ্গলবার বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে সরাসরি এই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি স্পষ্ট বলেন,’ টাকা দিয়ে বিজেপির দাপুটে নেতা মণীশকে খুন করিয়েছে তৃণমূল। যে দু’জন গ্রেফতার হয়েছে তারা তৃণমূল কর্মী নয়, নেতাই বলব। তাদের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে। তৃণমূল গুন্ডা ও পুলিশের যৌথ অপারেশনে এই খুন। ‘
এরপরই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘ব্যারাকপুর পুরসভার তৃণমূলের দুই প্রশাসক এই খুনের অর্থ দিয়েছে। আমিও ওই জায়গায় মাঝে মধ্যে বসতাম। সেদিন আমি থাকলে হয়তো দু’জনেই মরতাম। আবার বেঁচেও যেতে পারতাম। সবটাই পরিকল্পিত ঘটনা।’
এদিন তিনি বলেন, ‘সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে মানে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যে কায়দায় খুন হয়েছে তাতে শুধু ক্রিমিনাল নয়, পুলিশেরও যোগ রয়েছে। সেটাকে আড়াল করার চেষ্টা করছে সিআইডি। নাইন এম এম কার্বাইন বা তার চেয়েও কোনও আধুনিক অস্ত্র ব্যবহার হয়েছে। ৪৭ বা ৫৬ বোরের রাইফেলও ব্যবহার হতে পারে। কোনওভাবেই ৭এম এম নয়।”
সিআইডি তদন্তে তাঁদের আস্থা নেই। গোটা ঘটনায় ভবানীভবনের যোগ আছে বলে অভিযোগ করে অর্জুন সিং জানান, সিবিআই তদন্তের দাবিতে বুধবার তাঁরা হাই কোর্টে যাবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবেন। দৃঢ় কন্ঠে এদিন তিনি বলেন, ‘পুলিশ অফিসার কারা যুক্ত তখন সেই নাম আমরা দেব।এই হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি যোগ ছিল। সেই প্রমাণ আদালতে দেব।’