পশ্চিমবঙ্গহেডলাইন
নদিয়ার একাধিক মন্ডলে সাংগঠনিক সভা করলেন সাংসদ জগন্নাথ সরকার

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: দলীয় কর্মীদের মনোবল বাড়াতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মঙ্গলবার কৃষ্ণনগরের ধানতলা থানা এলাকার একাধিক কর্মসূচিতে সামিল ছিলেন। এদিন দত্তপুলিয়া ও পানিখালি এলাকার একাধিক মন্ডল যথাক্রমে পানিখালি জেড,পি-৩৯ এবং পানিখালি জেড,পি-৩৯ এ কর্মী বৈঠকে সেরে হাঁসখালি থানা এলাকার বগুলা দুর্গাপুরের একাধিক মন্ডলে কর্মী বৈঠক করেন। এদিনের সভায় সমস্ত মন্ডল সভাপতি ও সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২১’র নির্বাচনকে সামনে রেখে এলাকা ভিত্তিক দলীয় সন্মেলন, সাংগঠনিক বৈঠক, প্রশিক্ষণ শিবির কিংবা বুথ ভিত্তিক জনসংযোগ বৃদ্ধি বিষয়ক নানা কর্মসূচি নিয়েই আলোচনা হয় এদিনের সভায়।