fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নদিয়ার একাধিক মন্ডলে সাংগঠনিক সভা করলেন সাংসদ জগন্নাথ সরকার

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: দলীয় কর্মীদের মনোবল বাড়াতে বিজেপি সাংসদ  জগন্নাথ সরকার মঙ্গলবার কৃষ্ণনগরের ধানতলা থানা এলাকার একাধিক কর্মসূচিতে সামিল ছিলেন। এদিন দত্তপুলিয়া ও পানিখালি এলাকার একাধিক মন্ডল যথাক্রমে পানিখালি জেড,পি-৩৯ এবং পানিখালি জেড,পি-৩৯ এ কর্মী বৈঠকে সেরে হাঁসখালি থানা এলাকার বগুলা দুর্গাপুরের একাধিক মন্ডলে কর্মী বৈঠক করেন। এদিনের সভায় সমস্ত মন্ডল সভাপতি ও সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২১’র নির্বাচনকে সামনে রেখে এলাকা ভিত্তিক দলীয় সন্মেলন, সাংগঠনিক বৈঠক, প্রশিক্ষণ শিবির কিংবা বুথ ভিত্তিক জনসংযোগ বৃদ্ধি বিষয়ক নানা কর্মসূচি নিয়েই আলোচনা হয় এদিনের সভায়।

Related Articles

Back to top button
Close