fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ধর্ম পরিবর্তন করলে বন্ধ করা হোক সংরক্ষণ, দাবি বিজেপি সাংসদের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ধর্ম পরিবর্তন করলে সংরক্ষণের সুবিধা বন্ধ করে দেওয়া হোক। এমনই দাবি জানাল এক বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন যে, তফসিলি উপজাতির মানুষেরা ধর্ম পরিবর্তন করলে তাঁদের সংরক্ষণের আওতার বাইরে রাখা হবে।
মঙ্গলবার লোকসভায় তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আর ইউনিফর্ম সিভিল কোড লাগু করার দাবি জানিয়েছেন।

তিনি দাবি করেছেন যে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর এবার আমাদের উচিৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আর ইউনিফর্ম সিভিল কোড লাগু করা। নিশিকান্ত দুবে আরও জানিয়েছে যে, অনেক এলাকায় তফসিলি উপজাতির মানুষদের ধর্মপরিবর্তন করানো হচ্ছে। এরজন্য আমার দাবি হল, এমন আইন আনা হোক যাতে ধর্মপরিবর্তন করা মানুষ গুলো আর সংরক্ষণের সুবিধা ভোগ না করতে পারে।

[আরও পড়ুন- করোনার জের, ফের অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাজ্যসভা]

তিনি সংসদে জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য আইন লাগু করা নিয়ে জানিয়েছেন যে, ‘করোনার সময়ে দেশের জনসংখ্যা আরও অনেকটা বেড়ে গিয়েছে। এই নিয়ন্ত্রণে লাগাম টানতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনা দরকার” । এদিন এসসি এবং এসটি দের ধর্ম পরিবর্তন নিয়ে তিনি বলেন, যদি এসসি এবং এসটি দের ধর্মপরিবর্তন করানো হয়, তবে সংরক্ষণ বন্ধ করে দেওয়া উচিৎ। এদিন দেশে সংখ্যালঘু তোষণ নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

 

Related Articles

Back to top button
Close