বিজেপি বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ হেমতাবাদে

মৃন্ময় বসাক, হেমতাবাদঃ হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে হত্যা করা হয়েছে এই অভিযোগে হেমতাবাদে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে হত্যার ঘটনার সিবিআই তদন্তের দাবি জানালো বিজেপি নেতৃত্ব।
সোমবার দুপুরে হেমতাবাদ শালবাগান এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক দীর্ঘক্ষন অবরোধ করে রাখার পাশাপাশি রাস্তার উপরে টায়ার জালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধায়কের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি জানায় বিজেপির ১৭ নং হেমতাবাদ মন্ডল কমিটির সদদস্যরা।
বিজেপি নেতা প্রকাশ রায় ও বিপ্লব সরকার বলেন, হেমতাবাদের বিজেপির বিধায়ককে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। ঘটনার সিবিআই তদন্ত করা হোক।
তদন্ত করে দোষীদের শাস্তি না দেওয়া হলে আন্দোলন বিক্ষোভ চলতে থাকবে। এদিন পথ অবরোধের খবর পেয়ে শালবাগান এলাকায় আসে হেমতাবাদ থানার পুলিশ বাহিনী। অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলেদিয়ে যান চলাচল স্বাভাবিক করে।