বিজেপির নবান্ন অভিযান: ‘দুর্নীতিমুক্ত করতে পুরো রাজ্য সরকারের স্যানিটাইজেশন হোক’, কটাক্ষ কৈলাসের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিজেপির নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে রাজ্যে। শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা-সহ একাধিক দাবিতে বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান কর্মসূচি। সঙ্গে রয়েছে টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ইস্যুও। নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এদিকে, স্যানিটাইজেশনের জন্য বৃহস্পতি ও শুক্রবার বন্ধ নবান্ন।
- বিজেপিকে আটকাতে লকডাউন। বিজেপির ভয়ে কলকাতাকে গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়”, কটাক্ষ দিলীপ ঘোষের।
- মুকুল রায় বলেন, “বিজেপির গাড়ি বিভিন্ন জায়গায় পুলিশ আটকাচ্ছে। প্রশাসন নির্ভর হয়ে পড়েছে এই সরকার। শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে বিজেপি কর্মীরা যাচ্ছে। আমরাও যাচ্ছি। যেখানে আটকাবে আটকে যাব।”
- কৈলাস বিজয়বর্গীয় বলেন, “দুর্নীতিমুক্ত করতে পুরো রাজ্য সরকারের স্যানিটাইজেশন হোক। রাজ্য সরকার ঘাবড়ে গিয়েছে। বেহালা, ভবানীপুর, ডানকুনিতে বিজেপি কর্মীদের আটকেছে পুলিশ। লাঠিচার্জ করছে। তৃণমূল কার্যকর্তাদের মতো কাজ করছে পুলিশ। তৃণমূল সরকার ঘাবড়ে গিয়েছে। গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাওয়ের দাবিতে এই আন্দোলন চলবে।”
- নবান্ন অভিযানে যাওয়ার পথে কাটোয়ার জেলা সম্পাদক সুদীপ্ত দা ও সুরজিত্ কর্মকারকে গ্রেফতার করল শ্রীরামপুর থানা।
- ভদ্রেশ্বরে বিজেপির কার্যকর্তাদের আটক করল পুলিশ।
- রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতর নেতৃত্বে মিছিল শুরু হচ্ছে ধুলাগড় থেকে।
- রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হচ্ছে ডানকুনি থেকে।
- সাঁতরাগাছি থেকে বহু বিজেপি নেতাদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
- হাওড়া ময়দানে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে।
- পাটুলির কাছে ঢালাই ব্রিজে বিক্ষোভ বিজেপির। ই এম বাইপাসে তীব্র যানজট।
- বিজেপির রাজ্য দফতর থেকে মিছিলের নেতৃত্বে দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন।
- ডানকুনিতে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের। অবরোধ হঠাতে লাঠিচার্জ পুলিশের।
- নবান্ন অভিযানের পথে গ্রেফতার কাটোয়ার জেলা সম্পাদক-সহ ২। তাঁদের গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ।
- ডানকুনি ও ধূলাগড় থেকে বেরল আরও দু’টি মিছিল। ধূলাগড়ের মিছিলের নেতৃত্বে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আর ডানকুনির মিছিলের নেতৃত্বে রাজু বন্দ্যোপাধ্যায়।
- কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বিজেপির তিন মহিলা কর্মী।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা বিজেপিই মেটাবে… ১০টা শূন্যপদ পূরণের জন্য এক লক্ষ আবেদন পত্র!
অনেক জায়গায় বিজেপি নেতাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে খবর। তবে তাতে পিছু হটা তো দূর, বরং ঘুরপথেই নবান্নের উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপি নেতারা। তবে তাঁরা যাতে নবান্নের কাছে ঘেঁষতে না পারেন, তার জন্য পুলিশের প্রস্তুতি রয়েছে সর্বত্রই। নবান্নের চার পাশে ত্রিস্তরীয় বলয় গড়ে তোলা হয়েছে। হাওড়া এবং কলকাতার বিভিন্ন রাস্তায় পরিস্থিতি অনুযায়ী ব্যারিকেড গড়ে তোলা হচ্ছে। এসএসকেএম থেকে সাঁতরাগাছির দিকে বিভিন্ন রাস্তা বন্ধ রয়েছে।
অন্য দিকে, হাওড়া ময়দান এবং সাঁতরাগাছি এলাকাতেও রাস্তা বন্ধ রেখে কড়া নজরদারি চালানো হচ্ছে। তার ফলে বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়েছে। সাঁতরাগাছি ব্রিজের উপর এই মুহূর্তে ব্যাপক যানজট রয়েছে। এ দিন সকালেই মুরলিধর সেন লেনে বিজেপির সদর দফতর থেকে মিছিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে শুরু করেন। কর্মী সমর্থকরাও মিছিলের প্রস্তুতিতে অংশ নিয়েছেন । নিরাপত্তার কারণে প্রতিটি জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। বুধবার রাত থেকেই কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।
আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয়, তার জন্য কলকাতাতেই বিভিন্ন জায়গায় প্রায় চার হাজার পুলিশ মোতায়েন রয়েছে। হাওড়াতেও চিত্রটা একইরকম। এমনকি রাতের বেলায় রাস্তার ধারে জমা করে রাখা ইট-পাথরও সরিয়ে দেয় পুলিশ। কারণ অন্যান্য মিছিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার ঘটনা ঘটেছে আগেও। তাই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই এমন পদক্ষেপ করা হয়। একই সঙ্গে বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চলছে।