fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিজয়ার মিলন ও কৃষক সন্মেলনের আয়োজনে বিজেপি নদিয়া জেলা কিষাণ মোর্চা

শ্যামলকান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: করোনা আবহে পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে নতুন সূর্যোদয়ের আশা জাগাতে আবির্ভূত অন্নদাতা কৃষক সমাজ। আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সহ সার্বিক পটভূমির প্রেক্ষাপটে দেশের নয়া কৃষি সুরক্ষা আইনের সমর্থনে আগামী ১০ নভেম্বর নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে মিলিত হতে চলেছেন কিষাণ মোর্চার জেলা সহ ব্লক/মন্ডল কমিটির কার্যকর্তাগণ।

নদিয়া জেলা দক্ষিণ এবং নদিয়া জেলা উত্তরের যৌথ উদ্যোগে কৃষ্ণনগর টাউন হল ময়দানে সকাল ১১ টা থেকে শুরু হবে এই কর্মসূচি। জেলা ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে চাঁদের হাট মিলবে এদিনের সভামঞ্চে। বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার সহ মঞ্চে উপস্থিত থাকবেন, বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সহ সভাপতি তথা নদিয়া জেলা উত্তরের পর্যবেক্ষণ মাফুজা খাতুন, বিজেপি রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী, বিজেপি রাজ্য কমিটির সদস্য ডাঃ অর্চনা মজুমদার, নদিয়া জেলা দক্ষিণের সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী, নদিয়া জেলা উত্তরের সাংগঠনিক সভাপতি আশুতোষ পাল এবং জননেতা কল্যাণ চৌবে। কিষাণ মোর্চা, নদিয়া জেলা উত্তরের সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল এই সংবাদ জানিয়েছেন।

Related Articles

Back to top button
Close