fbpx
অসমগুরুত্বপূর্ণহেডলাইন

সব জল্পনার অবসান, বীরেন সিংকেই মণিপুরে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ মণিপুর রাজ্যে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন বীরেন সিং। তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ও মণিপুরে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্মলা সীতারমন ও কিরেন রিজিজু মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন।

মণিপুর বিধানসভা নির্বাচন গত ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ—দুই ধাপে অনুষ্ঠিত হয়। এরপর ১০ মার্চ ফল প্রকাশ করা হয়। নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পায় বিজেপি। তবে সে সময় মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম ঘোষণা করেনি দলটি। তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়। এদিন জল্পনার অবসান হল।

মুখ্যমন্ত্রী পদের জন্য বীরেন সিংয়ের পাশাপাশি বিজেপির তালিকায় ছিলেন দলটির আরও দুই নেতা—বিশ্বজিত সিং ও ইয়ামনাম খেমচাঁদ। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু মণিপুরে গিয়ে রবিবার বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেন। এরপরই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টিএইচ বিশ্বজিৎ ও ওয়াই খেমচাঁদের নামও মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত এন বীরেন সিংকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বাছা হল। এদিন নির্মলা সীতারমন, কিরণ রিজিজু সহ অন্যান্য়রা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি ৷ ৬০টি আসনের মধ্যে তাদের ঝুলিতে এসেছে ৩২টি আসন ৷

 

 

 

 

Related Articles

Back to top button
Close