বিজেপি কার্যালয় ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মীদের

দেবাশীষ বিশ্বাস, কোচবিহার: মঙ্গলবার কোচবিহার তুফানগঞ্জ মহকুমার ১ নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েত বলরামপুর চৌপতি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি বিজেপি কার্যালয় ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কার্যালয় ঢাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যানার, ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ছিড়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের রাতের অন্ধকারে এই কাজ করেছে। যদিও বা তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
২৯-৩০ জেলা পরিষদের যুব মোর্চা মন্ডলের সভাপতি সৌরভ দাস বলেন, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনা এই এলাকায় নতুন নয় এর আগেও একাধিকবার কার্যালয়সহ দলীয় কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমরা বিষয়টির আইনানুগ তদন্তের দাবি রাখছি।আজ যুব মোর্চার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে একটি কর্মসূচি রয়েছে, তার জন্যই আমরা এলাকায় জমায়েত হচ্ছিলাম সেই সময়ে এই ভাংচুর এর খবর পাই স্থানীয় মানুষদের থেকে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শিবু পাল মন্তব্য করে বলেন,যে ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই।