fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দুর্গাপুরে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

জয়দেব লাহা, দুর্গাপুর:  বিজেপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুর থানার পারুলিয়া এলাকায়। বৃহস্পতিবার রাতে বিজেপি’র দলীয় কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুক্রবার ঘটনার প্রতিবাদে দলীয় কার্যালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর পারুলিয়া এলাকার স্বরুপ শো (২৯) নামে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়। বিজেপি ওই যুবককে দলীয় কর্মী দাবী করে প্রতিবাদে সরব হয়। অভিযোগ তোলে তৃণমূল কর্মীরা খুন করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত করে। এবং মৃতের মা ও দাদা সহ এলাকার চারজন’কে গ্রেফতার করে। যার মধ্যে একজন বিজেপি কর্মী  গ্রেফতার হয়। আর তারপরই পাল্টা প্রতিবাদে সরব হয় তৃণমূল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে। তাদের অভিযোগ, মৃত্যুু নিয়ে বিজেপি’র নোংরা রাজনীতি করছে। মিছিল শেষ হতেই কে বা কারা এলাকার বিজেপি কার্যালয়ের ভেতরে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়।

বিজেপি’র অভিযোগ, ওই মিছিলে থাকা তৃণমূল কর্মীরা বিজেপি’র দলীয় কার্যালয়ে কর্মীদের মারধর করে ভাঙচুর চালায় কার্যালয়ে।তৃণমূলের দুর্গাপুর ১ নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি রাজীব ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। মৃত্যুু নিয়ে নোংরা রাজনীতি করতে গিয়ে বিজেপি ক্ষুব্ধ এলাকাবাসীর রোষের মুখে পড়েছে।”

Related Articles

Back to top button
Close