fbpx
হেডলাইন

দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার, সুমিত কার্যি: আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা অভিযোগ ওঠে।  বুধবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কন ভয়ে উপর হামলা হয় , এই ঘটনার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কাছে লিখিত অভিযোগ জানাবেন আলিপুরদুয়ারের সাংসদ জর্ন বার্লা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ  বৃহস্পতিবার আলিপুরদুয়ার ভারত ভুটান সীমান্তর জায়গাতে সভা করতে যাওয়ায় পথেই কনভয় হামলা করা হয় , এই ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার সব থানা ঘেরাও কর্মসূচি করলেন বিজেপি । আলিপুরদুয়ার থানা ঘেরাও কর্মসূচিতে সামিল ছিলেন বিজেপি জেলা সভাপতি গঙ্গা প্রাসাদ শর্মা ও জেলা সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিনাল সহ অন্যরা।

এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল বের করে আলিপুরদুয়ারের থানার সামনে পথ আটকে বিক্ষোভ করেন , মিছিল থেকে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর পাশাং লামা ও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেপ্তারের দাবি তোলেন বিজেপি।আলিপুরদুয়ার থানাতেই তৃণমূল নেতাদের নামে লিখিত অভিযোগ করলেন বিজেপি ,
এই বিষয় এ বিজিপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন – গত দুই তিন দিন থেকে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর পাশাং লামা জয়গার ঝরনা বস্তিতে এলাকায় মিটিং করে এই হামলার ছক করে , এই হামলায় রোহিঙ্গাদের কাজে লাগানোর হয়েছে অবিলম্বে হামলার সাথে যুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে । মুসলিম এলাকায় দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়েছে গোর্খা প্রভাবিত এলাকায় আমাদের জনসভা হয়েছে সেখানে কোনো বিঘ্ন ঘটেনি ।

Related Articles

Back to top button
Close