
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের রাজনৈতিক জগতে করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি বংশীধর ভগত। নিজেই টুইট করে সকলকে এই খবর দিয়েছেন।
তিনি লেখেন, ‘আমি নিজের করোনা টেস্ট করাই এবং রিপোর্ট পসিটিভ আসে। আমি সকলকে অনুরোধ করছি বিগত কয়েকদিন যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা নিজেদের দয়া করে টেস্ট করান।‘ উল্লেখ্য, শুক্রবার বংশীধর ভগতের ছেলেরও করোনা রিপোর্ট পসিটিভ আসে বলে জানা যায়। তাঁর ছেলের নাম বিকাশ ভগতের। সূত্রের খবর, বিকাশ ভগত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। এরপর পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে স্থানীয় সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা
এদিকে বিজেপি সভাপতি বংশীধর ভগতের ছেলের রিপোর্ট পসিটিভ আসার পর এখন তাঁরা সকলেই চিন্তিত যারা মন্ত্রীর বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে সামিল ছিলেন।