কৃষি বিলের সমর্থনে বিজেপির মিছিল

আলিপুরদুয়ার, সুমিত কার্জী: কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থনে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ও বাবুরহাট সোনাপুরে বিশাল মিছিল করে জনসভা করল জেলা বিজেপি। এই মিছিলে আলিপুরদুয়ার বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা যোগ দেন।
যদিও বিভিন্ন জায়গায় পুলিশ প্রচুর বিজেপি কর্মীকে এই মিছিলে যোগ দিতে আসার পথে আটকে দেয় বলে অভিযোগ। পাশাপাশি একই সময়ে কামাখ্যাগুড়িতে কৃষি বিলের বিরোধিতা করে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির দাবি, তাদের মিছিলের তুলনায় তৃণমূলের মিছিল ছিল অনেকটাই ম্লান।
আরও পড়ুন:পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণা, গ্রেফতার তিন প্রতারক
এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, তৃণমূলের কৃষকদের নিয়ে কোন কথা বলার অধিকার নেই। আগে কৃষক সম্মান নিধির বিরোধিতা কেন তৃণমূল করল সেটা জবাব দিক। তারপর কৃষি নিয়ে কথা বলবে। ওদের মিছিল ছিল হিংসার মিছিল। এই বিলের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় বলেন, যেখানে কৃষকের স্বার্থ রক্ষিত হচ্ছে না, সেখানে আমরা বিরোধিতা করব না! তাই প্রান্তিক চাষিদের জন্য এই বিলের বিরোধিতা আমরা করবই করব।