পশ্চিমবঙ্গহেডলাইন
পানাগড়ে ২৬/১১ মুম্বই হামলার প্রতিবাদ মিছিল বিজেপির
জয়দেব লাহা, দুর্গাপুর: একদিকে বামেদের কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির অভিযোগে ধর্মঘট। অন্যদিকে ২৬/১১ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ মিছিল করল বিজেপি। বৃহস্পতিবার ওই দিনটি স্মরণ করে পানাগড়ে প্রতিবাদ মিছিল করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন পানাগড় বাজারে মিছিল করার পর চৌমাথা মোড়ে ২৬/১১ মাস্টারমাইন্ডের কুশপুত্তলিকা দাহ করে বিজেপি নেতৃত্ব ।বিজেপির পুর্ব বর্ধমান জেলার সহ সভাপতি রমন শর্মা জানান,” মুম্বই হামলার দিনে সিপিএমের ধর্মঘট ডাকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সন্ত্রাসবাদ মুক্ত হবে ভারতে।”