fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপি নেতা হত্যায় প্রতিবাদ, মেদিনীপুরে আটক জেলা নেতৃত্ব

মিলন পণ্ডা (পূর্ব মেদিনীপুর):  বিজেপি নেতাকর্মী হত্যা ও তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়া বিজেপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের সামিল হল বিজেপি।মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বিভিন্ন এলাকায় পথে নেমে  বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।এই ঘটনাকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে মেদিনীপুর জেলা পুলিশ। আটক করা হয় কয়েকজন বিজেপি নেতা কর্মীকে। যাদের মধ্যে রয়েছেন জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র,রমাকান্ত প্রধান ও ডঃ কমলেন্দু মিশ্র প্রমুখ। এই ঘটনার জেরেই  দলীয় নেতা কর্মীদের জামিনের দাবিতে সরব হন  জেলা বিজেপি নেতৃত্ব।

জানাগেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী সহ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে কাঁথির মহিষাগোট, পিছাবনী ,জুনপুট রাস্তায় আলাদারপুট, মারিশদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা সংলগ্ন একাধিক এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। জেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন থানার পুলিশ গিয়ে অবরোধকারী কর্মী সমর্থকদের আটক করে বলে অভিযোগ।

প্রসঙ্গত সম্প্রতি খুন হন এগরা বরিদা গ্রামের বিজেপি কর্মী সেখ লিয়াকত। এরপর বিজেপির পক্ষ থেকে সোমবার থেকে প্রতিটি থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হোন বিজেপি কর্মী সমর্থকরা। আটক বিজেপি নেতা কর্মীদের এদিন কাঁথি আদালতে হাজির করে পুলিশ। ঘটনার খবর পেয়ে কর্মীদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন রাজ্য নেতৃত্বরা।খোঁজ খবর নেন আদালতের মামলার গতিবিধি সম্পর্কেও।

অন্যদিকে, অতিমারীর আবহে মধ্যে অবৈধ জমায়েত করার অপরাধে বিজেপি কর্মীদের আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ-প্রশাসন।

Related Articles

Back to top button
Close