গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীকে গ্রেফতারের প্রতিবাদে আসানসোলে বিজেপির বিক্ষোভ মিছিল ও সভা

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: বিজেপির রাজ্য মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পলকে কলকাতায় দিন কয়েক আগে পুলিশ গ্রেফতার করেছিলো। তারই প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের জিটি রোডে বিক্ষোভ মিছিল করে আসানসোল জেলা বিজেপির মহিলা মোর্চা।
বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলার তথা জেলা সভানেত্রী আশা শর্মা। আসানসোলের জিটি রোডের ইষ্টার্ণ রেলওয়ে বয়েজ স্কুল সংলগ্ন দলের কার্যালয় থেকে মহিলা মোর্চার মিছিল বেরোয়। সেই মিছিল হটন রোড ও জিটি রোডের সংযোগস্থলে আসে ও সেখানে একটি ছোট সভা হয়।