fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

প্রশাসক নয় ভোট চাই, দাবিতে মেদিনীপুর পৌরসভার ঘেরাও করে বিজেপির বিক্ষোভ

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: প্রশাসক নয় ভোট চাই দাবিতে বিজেপি দলের পক্ষ থেকে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । ওই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস ,বিজেপি নেতা শুভজিৎ রায়, অরূপ দাস ,আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস ও অভীক চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ । উল্লেখ্য, ২০১৮ সালের ১৩  ডিসেম্বর মেদিনীপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচন না করে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার।

প্রশাসক হিসেবে মেদিনীপুর সদর মহকুমার মহকুমাশাসক কাজ চালালেও নতুন প্রশাসক হিসেবে খড়গপুর গ্রামীন এর বিধায়ক দিনেন রায় কে নিয়োগ করেছে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর। বিজেপির অভিযোগ নির্বাচন না হওয়ায় পৌরসভার উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হচ্ছে। মেদিনীপুর পৌরসভার পৌর নাগরিকরা পৌর পরিষেবা থেকে বঞ্চিত। তাই প্রশাসক নয় পৌরসভার নির্বাচনের দাবিতে বিজেপি দলের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস বলেন পৌরসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মেদিনীপুর পৌরসভার নির্বাচন করতে চাইছে না । তাই একের পর এক প্রশাসক নিয়োগ করছে। আমরা চাই ভোট হলে মানুষ যাকে নির্বাচন করবে তারাই পৌরসভা চালাবে ।প্রশাসক থাকার ফলে মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা ভর্তি। পৌর প্রশাসক কোনো কাজ করেনি ।মেদিনীপুর শহরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। তাই দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান। তবে পৌর প্রশাসক বিধায়ক দিনেন রায় বলেন পৌরসভার উন্নয়নে কোন ত্রুটি রাখা হয়নি। পৌরসভার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, আমি নতুন দায়িত্ব পেয়েছি। মেদিনীপুর পৌরসভার সমস্ত নাগরিক কে যথাযোগ্য পৌর পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন তৃণমূল কংগ্রেস নির্বাচনকে ভয় পায় না ।করো না পরিস্থিতির জন্য নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে তাই রাজ্য সরকার ভালো মনে করেছে বলে প্রশাসক নিয়োগ করেছে। তাই তৃণমূল কংগ্রেস নির্বাচন চায় না বলে বিজেপি যে অপপ্রচার করছে তা সঠিক নয় বলে তিনি জানান।

Related Articles

Back to top button
Close