আমফান দূর্নীতির বিরুদ্ধে কৃষ্ণনগরে বিজেপির বিক্ষোভ সমাবেশ

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : আমফান ঝড়ে ক্ষতিগ্ৰস্থদের সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেছে রাজ্য সরকার। পঞ্চায়েত কিংবা পৌরসভার দায়িত্বে থাকা নেতা কর্মীদের এক অংশ এই জঘন্য কাজের জন্য যুক্ত,এই অভিযোগে সরব বিজেপি নেতৃত্ব। ঘটনার সঠিক তদন্ত সহ প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে বুধবার উত্তাল হল কৃষ্ণনগর শহর। ভারতীয় জনতা পার্টি, কৃষ্ণনগর শহর মন্ডলের পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে সামিল হয় দলের নেতা-কর্মীগন।
২ ডিসেম্বর দুপুরে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে দলের পক্ষথেকে পথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে জনমানসে ঝড় তোলেন বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি তথা নদীয়া জেলা উত্তরের পর্যবেক্ষক মাফুজা খাতুন। একের পর তৃণমূলের নেতা-নেত্রীদের দূর্নীতির অভিযোগ সামনে এনে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হন জননেত্রী মাফুজা খাতুন। তিনি ছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের নদীয়া জেলা উত্তরের সাংগঠনিক সভাপতি আশুতোষ পাল। আশুতোষ বাবু তাঁর বক্তব্যে রাজ্যে অপশাসন সহ দূর্নীতির দায়ে অভিযুক্ত শাসক দল তৃণমূল কংগ্রেস কে তুলোধোনা করেন।