দলীয় কর্মী খুনের প্রতিবাদে থানায় থানায় বিক্ষোভ বিজেপির
গোপাল রায়, আরামবাগ: স্বাধীনতা দিবসের দিন খানাকুলে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার শিকার সুদর্শন প্রামাণিক খুনে নিরপেক্ষ তদন্তের দাবি এবং দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় অভিযুক্ত করার প্রতিবাদে আরামবাগ থানার পুলিশর কাছে বিক্ষোভ দেখালেন আরামবাগ এলাকার বিজেপির নেতা কর্মীরা। বুধবার থানায় থানায় বিক্ষোভ দেখানো হয়। এই দাবিতে হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ ও গোঘাট থানায় বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুন:শতদ্রু-যমুনা লিঙ্ক ক্যানেল তৈরি হলে পাঞ্জাবে আগুন জ্বলবে: অমরিন্দর সিংহ
বিজেপির দাবি আরামবাগ মহকুমা জুড়ে বিজেপির নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা কেশে ফাঁসিয়ে গ্রেফতার করছে। এদিন আরামবাগের গৌরহাটির মোড় থেকে মিছিল করে আরামবাগ থানায় যায় বিজেপির বিক্ষোভকারীরা। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ এবং খানাকুলে তাদের কর্মী খুনের নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়। হাজির ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ, ৩৯ নম্বর জেড পি মণ্ডল সভাপতি শুভেন্দু কোলে প্রমুখ। অন্যদিকে, গোঘাটে বিক্ষোভ দেখাতে আসা বিজেপি কর্মীদের রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।
আরও পড়ুন:শেখ হাসিনার সঙ্গে বিদেশ সচিবের এক ঘন্টার বৈঠক
বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, দোষীদের গ্রেফতার না করলে আমাদের আন্দোলন চলবে এবং আগামীদিনে আরও বড় আন্দোলনে যাব। খানাকুল নতীবপুর এলাকায় তৃণমূল দুষ্কৃতীরা ১৫ আগস্টের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে নৃশংসভাবে খুন করে। এই খুনের প্রতিবাদে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ দেখানো হল। সাধারণ মানুষকে যতক্ষণ না নিরাপদে নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য আন্দোলন চলবে।