মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি ।মেদিনীপুর শহরে বিজেপির লাগানো সমস্ত হোডিং খুলে নিয়ে যায় মেদিনীপুর পৌরসভার কর্মীরা,যার ফলে মেদিনীপুর শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঐ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিজেপি দলের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ঐ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাশ, বিজেপি নেতা শংকর গুছাইৎ ,দেবাশীষ দাস,সুব্রত খাঁড়া,অভীক চক্রবর্তী, যুব মোর্চার নেতা সুদীপ জানা সহ আরো অনেকে। প্রায় দেড় ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী ও সমর্থকেরা। বিজেপি দলের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভার আধিকারিকের কাছে তাদের দাবি গুলি লিখিত ভাবে জানানো হয়। বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাশ বলেন মেদিনীপুর পৌরসভা ইছাকৃত ভাবে বিজেপির লাগানো হোডিং গুলি খুলে নিয়ে গিয়েছে।আমরা ঐ ঘটনার তীব্র নিন্দা করছি।যদি পৌরসভা কর্তিপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে দলের পক্ষ থেকে লাগাতর আন্দোলন করা হবে বলে তিনি জানান।