নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশের নির্বাচনের আগে ফের রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল। অমিতাভ চক্রবর্তী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) হলেন। তিনি সুব্রত চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন। এতোদিন সঙ্ঘ ঘনিষ্ঠ অমিতাভ চক্রবর্তী সহ সাধারণ সম্পাদক ( সংগঠন) ছিলেন।
গতবছর ২৩ ডিসেম্বর তিনি সহ সাধারণ সম্পাদক (সংগঠন) হয়েছিলেন। তার আগে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে একসময় ওড়িশায় সংগঠনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। এতোদিন তিনি মূলত দক্ষিণ বঙ্গের সংগঠনের কাজ দেখাশোনা করতেন।
নতুন দায়িত্ব নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ( সংগঠন) বিএল সন্তোষ, রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) কিশোর বর্মন, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং প্রমুখ।