নাড্ডার কনভয় হামলা, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ বাঁকুড়া ও মেদিনীপুরে

অতনু রায়,বাঁকুড়া ও বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ হল বাংলার বেশ কিছু জেলায়। শুক্রবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ফুলবাড়ীয়া মোড়ে বড়জোড়া বিক্ষোভে সামিল হল ৬০ থেকে ৭০ জন বিজেপি কর্মী। এদিনের বিক্ষোভ অবরোধে নেতৃত্ব দেন তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক ধনঞ্জয় বড়ু। মমতা ব্যানার্জির কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অবরোধ চলে প্রায় ১৫ মিনিট ধরে অবরোধ। ধনঞ্জয় বড়ু বলেন, তৃণমূল পুলিশ বাহিনী নিয়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি কর্মীদের ওপর। তিনি আরও বলেন “এভাবে বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিয়ে এবং হত্যা করে আটকানো যাবেনা”। ২০২১ সে বিজেপি সরকার আসছে। এদিনের অবরোধে হাজির ছিলেন বড়জোড়ার বিজেপি নেতা সোমনাথ কর, বড়জোড়া মন্ডল তিন সহ-সভাপতিকে কেশব রায়।
এদিনবাঁকড়ার পাশাপাশি একই দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদতে। মেচেদার পাঁচ মাথার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ করল বিজেপি কর্মীরা। অবরোধ করার আগে সুবিশাল একটি মিছিল মেচেদা শহর পরিক্রমা করে বিজেপি কর্মীরা। মিছিলের ঘটনায় যানজট হলে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হয় কোলাঘাট থানার পুলিশ। আজকের কোলাঘাটে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম নেতা নারায়ণ চন্দ্র মাইতি, বামদেব গুছাইত প্রমুখ।