নিষ্ঠা ও আদর্শকে সামনে রেখে মানুষের বিশ্বাস অর্জনের মাধ্যমেই বাংলায় পদ্মফুল ফুটবে বলে : বিজেপি

বাবলু বন্দোপাধ্যায়, কোলাঘাট: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রিগ্যাল গেস্ট হাউসে আগামী ২১ সালের বিধানসভা নির্বাচনে দলের আদর্শ এবং নিষ্ঠা কে সামনে রেখে কর্মীদের বিশ্বাস অর্জনের মাধ্যমেই বাংলায় পদ্মফুল ফুটবে বলে কেন্দ্রীয় নেতৃত্বরা আশাবাদী। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রিগ্যাল গেস্ট হাউসে হাওড়া, হুগলি, মেদনীপুর বিধানসভা সংযোজক কর্মশালায় যোগ দিতে এসেছিলেন শিব প্রকাশজী, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, রথীন বোস, জ্যোতির্ময় সিং মাহাতো, পবন কুমার রানা, অনুপম মল্লিক সহ প্রমুখ্য নেতৃত্বরা।
আগামী ডিসেম্বর মাসে বেশ কয়েকটি কর্মসূচি ও ঘোষণা করা হয় এই রুদ্ধশ্বাস বৈঠক থেকে। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এই রুদ্ধশ্বাস বৈঠক থেকে উঠে এসেছে সমস্ত স্তরের পদাধিকারীদের নিয়ে বুথ পর্যায়ে সু সম্পর্ক স্থাপনের মাধ্যমে আগামী ২১ সালের বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। এবারের নির্বাচনে স্লোগান বেঁধে দেওয়া হয়েছে আর নয় অন্যায় বিজেপি সরকার। এ দিনের বৈঠক থেকেই উঠে এসেছে প্রত্যেক ভোটারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। শাসকদলের বিরুদ্ধে শাসক দলের কর্মীরা কি কথা বলছে,কর্মীদের দৃষ্টি রাখতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বরা এই বৈঠক থেকেই ৩০টি গাইডলাইন বেঁধে দিয়েছেন। তার ভিত্তিতে আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে থাকতে হবে স্তর ভিত্তিক পদাধিকারী নেতৃত্বদের।
প্রত্যেকটি গাইডলাইন মেনশন করেই তাৎপর্য কেন্দ্রীয় নেতৃত্বরা বুঝিয়েও দিয়েছেন। প্রত্যেক কেন্দ্রীয় নেতৃত্ব দৃঢ়তার সঙ্গে আশা ব্যক্ত করেন লাগাতার এই কর্মসূচির মধ্যে দিয়ে বাংলার যে সাড়ে ৯ কোটি মানুষ তৃণমূল শাসন থেকে মুক্তি পেতে চাইছে তা পূরণ করবে আগামী দিনের মুক্তিযোদ্ধার এই পদ্মফুল কর্মীরাই।