নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: তৃণমূল নেত্রী বলেছেন সেনাকে তোলাবাজ, আর চ্যালা তো বলবেই, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিএসএফ কে মন্তব্যের এইভাবেই কড়া জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান যে, বিজেপি বিএসএফ এবং কাস্টমস এর নিরাপত্তায় বাংলায় ২০২১ এর নির্বাচনের জন্য প্রস্তাব দেবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের ওপর ভরসা করি। তারা যা সিদ্ধান্ত নেবে, সেটাই সঠিক।
আরও পড়ুন- জমানো অর্থ দিয়ে দুঃস্থ ও ভবঘুরেদের শীতবস্ত্র প্রদান
উল্লেখ্য, এরআগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন যে, বিএসএফ এবং কাস্টমস এর কাটমানির একটা অংশ রাজ্য বিজেপির দফতরে আসে। দুর্গাপুজোর সময় ভারত-বাংলা সীমান্তে লরি বোঝাই রেশনের গমের বস্তা আটক করা হয়। এরপরেই সেনাকে তোলাবাজ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথার রেশ টেনে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যে, বিএসএফের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ আনেন। এই কথার পরিপেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যাদের নিজেদের উপর ভরসা নেই। পুলিশের ওপর ভরসা নেই। দেশের সেনা আধা সেনাদের সন্দেহ করে তাদের ওপর মানুষের বিশ্বাস নেই।