fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা ঘিরে আজ রানাঘাটে ব্যাপক তৎপরতা

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট : রাজ্যে তৃণমূল সরকারের সীমাহীন সন্ত্রাসের প্রতিবাদ সহ ২০২১ এর নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদলে শরিক হওয়ার আহ্বানে আজ বিজেপির জনসভা রানাঘাটে।

বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির উদ্দোগে আজকের সভাকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রানাঘাট কুপার্সে আয়োজিত এই সভা শুরু হবে দুপুর ১ টা থেকে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ সভায় বক্তব্য রাখবেন, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি নদিয়া জেলা দক্ষিণের সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী, ভারতীয় জনতা, যুব মোর্চার নদিয়া দক্ষিণের সাংগঠনিক সভাপতি ভাস্কর ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।

যদিও আজ বামফ্রন্টের ডাকা ভারত বনধে জেলায় কোন প্রভাব সংবাদ লেখা পর্যন্ত লক্ষ করা যায়নি। বামফ্রন্টের জনবিরোধী কার্যকলাপ সহ বনধের বিরোধিতা সহ আজকের রানাঘাটে বিজেপির জনসভার সমর্থনে গতকাল জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ হতে পথসভা, কোথায়ও বা বাইক মিছিল বের করা হয়।

শান্তিপুরে, শহর মন্ডল ১ এর সভাপতি বিপ্লব করের নেতৃত্বে শান্তিপুর শহরে বাইক মিছিল সহ পাবলিক লাইব্রেরীর সামনে পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে রানাঘাট শহরেও দলের পক্ষ থেকে বনধের বিরোধিতা সহ আজকের সভার সমর্থনে এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে।

Related Articles

Back to top button
Close