fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

মদ খাওয়ার প্রতিবাদ করায় বিজেপি সমর্থককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভাড়িলা অভিরামপুর গ্রামের ঘটনা। এদিন সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একদল দুষ্কৃতী বুধু ওরাও, চন্ডি ওড়াও নামে এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে হামলা চালানো হয়। এরপর গাছে বেঁধে রেখে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম বুধু ওরাও ও চন্ডি ওড়াওকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূলের কয়েকজন লোক বুধু ওড়াও-এর বাড়ির সামনে মদ খাওয়া শুরু করে। তৃণমূলের ওই কর্মীর নামও বুধু ওড়াও। বিজেপির বুধু ওড়াও তৃণমূলের ওই কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এরপর তারা বিজেপির বুধু ওড়াওকে ধমকিয়ে মদ খাওয়া চালিয়ে যায়। কিছুক্ষণ পরে তৃণমূলের ওই দুষ্কৃতীরা চলে গেলেও সোমবার সকালে দল বেঁধে এসে বিজেপির বুধু ওড়াওকে ব্যাপক মারধর করে।

Related Articles

Back to top button
Close