fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

ফের আক্রান্ত পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতৃত্ব! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও বিজেপির

মিলন পণ্ডা, ভগবানপুর (পূর্ব মেদিনীপুর): যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।এদিকে আবার সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বেড়েই চলেছে।এমন অবস্থায়   রাজনৈতিক সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর।জানা গিয়েছে, দলীয় মিটিং সেরে বাড়ি ফেরার পথে বিজেপি নেতা কর্মীদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল শাসক দল সমর্থিত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হলেন  স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ বেশ কয়েকজন কর্মী। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নয় বলে দাবি  স্থানীয় তৃণমূলের।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালাপুকুর এলাকায়।

বিজেপি কর্মীদের অভিযোগ,পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত সাংগঠনিক জেলার ভার্চুয়াল মিটিং হচ্ছিল ভগবানপুরে গোয়ালাপুকুর সংলগ্ন এলাকায়। মিটিং শেষ করে বাড়ি ফেরার জন্য রওনা দেন বিজেপি নেতৃত্বরা। তখনই শাসক দলের মধ্যে কিছু দুষ্কৃতিকারী যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীকারীদের হাতে লোহার রড, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে বিজেপির অভিযোগ। হামলার ফলে বিজেপি নেতা দেবব্রত কর ,মন্ডল সভাপতি রমেশ মাইতি ও সুভাষ বার্গ বেশ কয়েক জন গুরুতর জখম হয়। এদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতিকারী যুবকেরা, অভিযোগ বিজেপির। এরপর বিজেপি কর্মীদের উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দাদের । ঘটনার পুলিশকে  জানিয়েও কোনও লাভ হয় নি বলে বিজেপি কর্মীদের অভিযোগ।এরপর বিজেপি কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

ভগবানপুরে বিজেপি নেতা দেবব্রত কর বলেন “আমরা ভার্চুয়াল মিটিং শেষ করে বাড়ি ফেরা জন্য রওনা দিয়েছিলাম।তখনই বেশ কয়েকজন যুবক বাইকে করে এসে আমাদের উপর হামলা চালায়। তাদের হাতে লোহার রড ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল।হামলার বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব গুরুতর জখম হয়েছে।দেবব্রত বাবু আরও বলেন আহত অবস্থায় থানায় গেলে বিজেপি কর্মীদের পুলিশ কোনও সহযোগিতা করেনি। অভিযোগ না নিয়ে উল্টে থানা থেকে বের করে দেয় পুলিশ। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দেবব্রত বাবু।

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কনিষ্ক পন্ডা এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নয়। বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এমন ঘটনা। এরকম করে বিজেপি প্রচারে আসার চেষ্টা চালাচ্ছে। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে দাবি তাঁর।

যদিও এ বিষয়ে ভগবানপুর থানার পুলিশের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ভগবানপুর থানার ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করা হলে তিনি ধরেননি।

Related Articles

Back to top button
Close