দার্জিলিঙের সাংসদের প্রচেষ্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনা ওভেন দিল বিজেপি

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তের উদ্যোগে এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহযোগিতায় শিলিগুড়ি মহকুমা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি করোনা ওভেন তুলে দিল বিজেপি। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা হাসপাতালের সুপারের হাতে একটি করোনা ওভেন তুলে দিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক প্রসেঞ্জিৎ পাল। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিজেপি কো-অর্ডিনেটর মালতি রায় ও খুশবু মিত্তাল সহ অন্যান্যরা।
প্রসেঞ্জিৎ পাল জানান, সাংসদের প্রচেষ্টায় জেলায় আপাতত পাঁচটি করোনা ওভেন দেওয়া হয়েছে। আগামীতে প্রতিটি ব্লক হাসপাতালে করোনা ওভেন তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুলত এই করোনা ওভেনের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে বাইরে থেকে আসা কাগজ পত্র সহ প্রায় সমস্ত কিছুই জীবানুমুক্ত করা যাবে। তিনি আরও জানান, সাংসদ রাজু বিস্ত আগেও সাড়ে ছয় লক্ষ পিপিই কিট থেকে শুরু করে সাত লক্ষ মাস্ক, সাড়ে ২৩ লক্ষ টাকা ওষুধ কেনার জন্য দিয়েছেন।
পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র সরকারের তরফে ১২৬ কোটি টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলা শাসককেও করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকার ফান্ড সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, সেই টাকার হিসেব জেলা শাসক সাংসদকে এখনও পর্যন্ত দেন নি। পাশাপাশি এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও চারটি করোনা ওভেন দেওয়া হয়। এদিন হাসপাতালের প্রিন্সিপালের হাতে এই ওভেনগুলো তুলে দেন বিজেপির তরফে অখিল বিশ্বাস সহ অন্যান্যরা।