fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কেতুগ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, গ্রেফতার ৫

দিব্যেন্দু রায়, কেতুগ্রাম: বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটল কেতুগ্রাম ব্লকের শ্রীগ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার পর উভয় পক্ষের পাঁচজনকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতদের নাম মানব ঘোষ, নওশাদ শেখ, জিয়ারুল সেখ, সেলিম শেখ এবং মোসলেম শেখ। এদের মধ্যে প্রথম তিনজন বিজেপির ও বাকি দু’জন তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। বুধবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে প্রথম তিনজনকে এক দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। বাকি দু’জনের জামিন মঞ্জুর করেন বিচারক।

বিজেপির পুর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য কেতুগ্রামের বাসিন্দা মথুরা ঘোষের অভিযোগ, ‘বৃহস্পতিবার এলাকায় আমরা একটা র‍্যালি করব বলে ঠিক করেছি। এনিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় শ্রীগ্রামে একটা বৈঠকের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই বৈঠকে যোগ দিতে যখন আমাদের দলের কর্মীরা বাইক নিয়ে শ্রীগ্রামে আসছিল সেই সময় তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের পথ আটকায়। ব্যাপক মারধর করে। এতে আমাদের ৫ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। বিষয়টা আমরা পুলিশকে জানিয়েছি ।’

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা বাণীব্রত ঘোষের অভিযোগ, “শ্রীগ্রামে আমরা কয়েকজন  মিলে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে আলোচনা করছিলাম। তখন বিজেপির লোকজন বিনা প্ররোচনায় লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর চড়াও হয়ে হামলা করে।” স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা গিয়েছে,  মঙ্গলবার সন্ধ্যায় শ্রীগ্রামে বিজেপি কর্মী ও তৃণমূল কর্মীরা মুখোমুখি হয়ে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপক্ষই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে  মঙ্গলবার রাতেই পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।

Related Articles

Back to top button
Close