fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপি যুব মোর্চার ভার্চুয়াল জনসভা সিউড়িতে, ভোটের প্রস্তুতি শুরু

প্রদীপ্ত দত্ত, সিউড়ি : সিউড়িতে জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সকাল ১১টায় সিউড়ি সাহিত্য পরিষদ হলে অমিত শাহ ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ভার্চুয়াল জনসভা প্রোজেক্টারের মাধ্যমে দেখানোর ব্যাবস্থা হয় ।

 

 

 

উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সকল সদস্যরা । জেলার ১১ টি বিধান সভায় বিজেপির বিভিন্ন শাখা সংগঠনগুলো এই ভার্চুয়াল জনসভা দেখার ব্যাবস্থা করে। যাতে বিজেপি নেতা কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ এই জনসভা দেখতে পান।  যুব মোর্চার পক্ষ থেকে গোপাল ঘোষ জানান , ” সার্থক ভাবে আমাদের কার্যক্রমটি সফল হয়েছে। দলীয় সদস্যরা ছাড়াও জেলার বহু সাধারণ মানুষ এই জনসভা দেখেছেন। জেলাতে যে টার্গেট দেওয়া হয়েছিল আমরা তা সফল করতে পেরেছি। ”

 

 

 

সেইসঙ্গে তিনি জানান জেলায় বিজেপির নেতা কর্মীদের ওপর একের পর এক আক্রমণ নেমে আসছে। পুলিশ প্রশাসনের নীচু তলার অনেক কর্মী শাসক দলের হয়ে কাজ করছে। গরীব মানুষকে ত্রাণ দিতে পদে পদে পদে বাঁধা দিচ্ছে তৃণমূল । আজকের এই ভার্চুয়াল জনসভা আমাদের কর্মীদের উজ্জীবিত করবে এবং আগামী বিধানসভার ভোটে প্রস্তুত হতে সাহায্য করবে।

Related Articles

Back to top button
Close