শরণানন্দ দাস, কলকাতা: আত্মনির্ভর ভারত প্রকল্পের তৃতীয় পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষিক্ষেত্রে পরিকাঠামো, পরিবহণ, বিপণন ক্ষেত্রের উন্নয়ণে ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ স্বাধীনতার পর থেকে কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। একের পর এক সরকার এসেছে, গিয়েছে কাজের কাজ কিছুই হয়নি।এই প্রথম কৃষকরা শোষণ, যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তবে আমাদের সরকারের যা অতীত ইতিহাস, এই সরকারকে বিশ্বাস নেই। তাই কৃষকবান্ধব এই কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে কোন বাধা এলে বিজেপি পথে নামবে।’
কেন এমনটা ভাবছেন ? মেদিনীপুরের সাংসদ শুক্রবার সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যাও দিলেন। তিনি বলেন, ‘ আয়লা, বুলবুলের ক্ষতিপূরণের টাকা কেন্দ্র পাঠালো। আজও ক্ষতিগ্রস্তদের কাছে সে টাকা পৌঁছয় নি। দু’বছর আগে দুই দিনাজপুর, মালদায় বন্যা হলো। চাষের বিপুল ক্ষতি হয়েছিল । সেই ক্ষতিপূরণের টাকা এমন লোক পেয়েছে যার জমিই নেই, ভিডিও অফিসে চাকরি করে।’
আরও পড়ুন: বিজেএমটিইউয়ের চাপে রক্তদান শিবিরের অনূমতি প্রশাসনের: বাবান ঘোষ
তিনি এদিন বলেন, ‘ সাধারণ কৃষক যাতে এই নতুন কৃষি আইনের, অর্থাৎ ফসল বিক্রিতে কৃষককে স্বাধীনতা দেওয়ার জন্য যে নতুন আইন আসবে তারা যাতে বুঝতে পারেন সেক্ষেত্রে বিজেপি সহায়তা করবে। কৃষকের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিজেপি পাশে থাকবে। কারণ আমাদের সরকার, আমরা চাইবো যাতে কৃষক উপকৃত হন।’ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাও। তিনি বলেছেন, ‘ এই প্যাকেজের মাধ্যমে যেমন কৃষকের রোজগার বাড়বে, তেমন কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা ও আসবে।’